মুজিব গ্রাফিক নভেলের ৮ম পর্ব উন্মোচন

৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩৪  
ভার্চুয়াল মাধ্যমে প্রকাশ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ১০ খণ্ডের কার্টুন চলচ্চিত্র  ‘মুজিব গ্রাফিক নভেল’-এর ৮ম খণ্ড। রবিবার সন্ধ্যায় এই খণ্ডটি উন্মোচন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কথা সাহিত্যিক ড. মোহাম্মাদ জাফর ইকবাল। ফেসবুকের কারণে আজকের তরুণরা বইবিমুখ হলেও এই কার্টুন এনিমেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘটনাবহুল জীবনের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো সহজ হবে বলে মত প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে নতুন পর্বে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন নভেল নির্মাতা কুর্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়। গ্রাফিক নেভেলের অষ্টম পর্ব উন্মোচন আলোচনায় অংশ নেন হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা ও কণ্ঠশিল্পী কারিশমা সানু সভ্যতা। অনুষ্ঠান সঞ্চালনায় মার্চের মধ্যেই বাকি পর্বগুলোও প্রকাশ করা হবে বলে জানান সিআরআইয়ের ক্রিয়েটিভ এডিটর ও সিরিজের এডিটর শিবু কুমার শীল।